আমাদের সাথে ফেসবুকে জয়েন করুন।
আমার বন্ধু তাজিনের কাজিন হয়। এইচ-এস-সি পরীক্ষা দিয়ে বসে আছি, কি পড়বো না পড়বো এখনও ডিসাইড করিনি। বেকার সময় তো, ঠিক মত কাটছে না। তাই তাজিন যখন বলল ওর একটা ক্লাস এইটের পড়ুয়া খালাতো বোনের জন্য একটা ভালো টিচার দরকার, আমি কি মনে করে রাজি হয়ে গেলাম। আসলে সময় কাটানোটাই আসল কারণ ছিল। সন্ধ্যার পরে তেমন কিছু করার ছিল না। আর তাছাড়া কখনো টিউশনি করিনি, এই এক্সপিরিয়েন্সটারও তো দরকার ছিল। সব ভেবে রাজি হয়ে গেলাম।প্রথম দিন তাজিনই নিয়ে এলো ওর সাথে করে। সেগুন বাগিচায় তমাদের বাড়ি, সুন্দর দু’তলা বাড়ি। ওরা বেশ বনেদি বড়লোক, দেখলেই বোঝা যায়। গেটের সামনে বেশ বড় একটা জামরুল গাছ। ঢাকা ষহরে জামরুল গাছ সচরাচর দেখা যায় না। গেটে দারোয়ান ছিল, তাজিনকে দেখে দরজা খুলে দিল। তারপর নিজেই এগিয়ে গিয়ে এক তলায় বেল টিপে দিল। ছোট্টো একটা কাজের মেয়ে দরজা খুলে দিল। আমরা ভিতরে গিয়ে বসলাম। সুন্দর করে সাজানো ড্রয়িং রুম। যে গুছিয়েছে, বোঝাই যায় তার রুচি সত্যিই সুন্দর। দেশ বিদেশের নানারকম ভাস্কর্য, শো পিস আর পেন্টিং। অনেকগুলো প্লেনের মডেল।আমরা বসার একটু পরেই তমা হাজির। “আপু কেমন আছো? এতোদিন পরে?”তাজিন ঘাড় নেড়ে বলল, “ভালো, এই দেখ তোর নতুন স্যার নিয়ে এসেছি। অনেক রাগী, তোকে একদম সোজা করে দেবে।”তমা বলল, “ইনি বুঝি আমার নতুন টিচার?” বলেই সে কি হি হি হাসি।আমি বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম, এ কি বিপদ রে বাবা! এটা হাসির কি হল? একটু পরেই একজন মহিলা ঘরে ঢুকলো। মহিলা ঘরে ঢুকতেই মনে হল ঘরের আলো যেন বেড়ে গেছে। প্রচন্ড সুন্দরী এক মহিলা!
আমার বন্ধু তাজিনের কাজিন হয়। এইচ-এস-সি পরীক্ষা দিয়ে বসে আছি, কি পড়বো না পড়বো এখনও ডিসাইড করিনি। বেকার সময় তো, ঠিক মত কাটছে না। তাই তাজিন যখন বলল ওর একটা ক্লাস এইটের পড়ুয়া খালাতো বোনের জন্য একটা ভালো টিচার দরকার, আমি কি মনে করে রাজি হয়ে গেলাম। আসলে সময় কাটানোটাই আসল কারণ ছিল। সন্ধ্যার পরে তেমন কিছু করার ছিল না। আর তাছাড়া কখনো টিউশনি করিনি, এই এক্সপিরিয়েন্সটারও তো দরকার ছিল। সব ভেবে রাজি হয়ে গেলাম।প্রথম দিন তাজিনই নিয়ে এলো ওর সাথে করে। সেগুন বাগিচায় তমাদের বাড়ি, সুন্দর দু’তলা বাড়ি। ওরা বেশ বনেদি বড়লোক, দেখলেই বোঝা যায়। গেটের সামনে বেশ বড় একটা জামরুল গাছ। ঢাকা ষহরে জামরুল গাছ সচরাচর দেখা যায় না। গেটে দারোয়ান ছিল, তাজিনকে দেখে দরজা খুলে দিল। তারপর নিজেই এগিয়ে গিয়ে এক তলায় বেল টিপে দিল। ছোট্টো একটা কাজের মেয়ে দরজা খুলে দিল। আমরা ভিতরে গিয়ে বসলাম। সুন্দর করে সাজানো ড্রয়িং রুম। যে গুছিয়েছে, বোঝাই যায় তার রুচি সত্যিই সুন্দর। দেশ বিদেশের নানারকম ভাস্কর্য, শো পিস আর পেন্টিং। অনেকগুলো প্লেনের মডেল।আমরা বসার একটু পরেই তমা হাজির। “আপু কেমন আছো? এতোদিন পরে?”তাজিন ঘাড় নেড়ে বলল, “ভালো, এই দেখ তোর নতুন স্যার নিয়ে এসেছি। অনেক রাগী, তোকে একদম সোজা করে দেবে।”তমা বলল, “ইনি বুঝি আমার নতুন টিচার?” বলেই সে কি হি হি হাসি।আমি বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম, এ কি বিপদ রে বাবা! এটা হাসির কি হল? একটু পরেই একজন মহিলা ঘরে ঢুকলো। মহিলা ঘরে ঢুকতেই মনে হল ঘরের আলো যেন বেড়ে গেছে। প্রচন্ড সুন্দরী এক মহিলা!